কালার কোডটুল ব্যবহার করুন ৩
এই টুলটা অনেক প্রয়োজনীয়।
আসুন দেখি কিভাবে আপনার ব্লগে ব্লগার কালার কোড টুলস ব্যবহার করতে পারি। আমরা যারা ব্লগিং করি তাদের সবাই কালার কোড এর ব্যবহার করতে হয়। এই রকম অনেক ভিজিটর আছে যারা কাজ করার সময় কালার কোড এর দরকার হলে গুগল বা অন্য কোন সাইট থেকে সার্চ করে এর কালার কোড এর টুলস খুজে বের করে এবং তার কোড সে খুজে নেয়। আপনার ব্লগটি যদি ব্লগার বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তৈরী তাহলে আপনি আপনার ভিজিটদের সুবিদার্থে এই টুলটি ব্যবহার করতে পারেন। নিচে এর ছবি দেখে নিন অথবা লাইভ ডেমো দেখে নিন আপনার জানার ইচ্ছে থাকলে বা দেখতে ইচ্ছে করলে।
ব্লগারে ব্যবহারের জন্যঃ
- প্রথেমেই আপনার ব্লগে প্রবেশ করুন
- তারপর ব্লগে একটি নতুন পেজ খুলুন
- এবং সেই পেজে কিছু না লিখে সরাসরি html এ চলে যান
- সেখানে গিয়ে নিচের কোড গুলো কপি করে আপনার পেজে পোস্ট করুন
- এবার সেভ করে দিন।
- প্রথেমই আপনার ওয়ার্ডপ্রেসে প্রবেশ করুন
- তারপর Add a New Page এ ক্লিক করে নতুন একটি পেজ খুলুন
- এবং সেই পেজে কিছু না লিখে সরাসরি html এ ক্লিক করেন
- সেখানে নিচের কোডটি কপি করে পোস্ট করুন
- এবার পেজটি পাবলিস্ট করে দিন।
Please Comment our post & You register just you gmail ID.