tipsvoice

Blogger : blog এর জন্য site feed তৈরী করুন

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। নিশ্চয়ই ভালো। অনেক দিন পর টিউন করতে বসলাম। ত কথা না বারিয়ে মূল টিউন এ চলে যাই। আমি আজকে আপনাদের দেখাব সাইট ফিড কিভাবে তৈরী করতে হয়। এই টিউনটি তাদের জন্য যারা ব্লগারের জগতে নতুন।


কার্যপ্রণালী :


প্রথমে এখানে ক্লিক করে লগইন করে আপনার ব্লগের Layout > settings> site feed tab এ যান। তারপর নিচের ছবির মত FeedBurner এ ক্লিক করুন।
তারপর একটি নতুন উইন্ডো আসলে আপনার পাসওয়ার্ডটি দিয়ে পুনরায় লগইন করুন। পরে নিচের পেজটি আসবে আপনার সাইটটি লিখুন এবং I ma a podcaster এ টিক চিহ্ন দিয়ে next বাটনে ক্লিক করুন।

পুনরায় next বাটন ক্লিক করে চালিয়ে যান।

আপনাকে অভিনন্দন জানাবে এবং একটি লিঙ্ক আনবে সাথে করে। এটিই আপনার সাইট ফিড ইউআরএল। এটি কপি করে রাখুন। প্রয়োজনে notepad এ লিখে রাখুন। তারপর চালিয়ে যান।

আপনার পছন্দ অনুযায়ী অপশন টিক দিয়ে নিচের পেজের next বাটন ক্লিক করুন।

আপনার মিশন complete।

এবার মিশনটি যেখান থেকে শুরু করেছেন সেখানে আসেন। অর্থাৎ প্রথম ছবিটি লক্ষ্য করুন। এবং যেখানে post feed redirect url লেখা আছে তার ডান পাশের খালি ঘরে আপনার  প্রাপ্ত সাইট ফিড ইউআরএল টি বসিয়ে দিন এবং সেভ করে রাখুন

Post a Comment Default Comments

Please Comment our post & You register just you gmail ID.

emo-but-icon

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

item