ভাইবারের বিকল্প অ্যাপ বিগো
http://tipsvoice.blogspot.com/2015/01/blog-post_30.html
ইন্টারনেট ব্যবহারকারীরা ইতিমধ্যে জেনে গেছেন দেশে ভাইবার ও ট্যাঙ্গো
বন্ধের খবর। জনপ্রিয় এ অ্যাপ্লিকেশন দুটির মাধ্যমে বিনামূল্যে ভয়েস কল এবং
ম্যাসেজিং করা যেত। বিশেষ করে কথা বলার জন্য ভাইবার বেশ জনপ্রিয়তা পেয়েছে
দেশে।
এ খবরের পর বিকল্পের সন্ধানে নেমেছেন ব্যবহারকারীরা। তারা খুঁজে নিয়েছেন ‘বিগো’ নামের একটি অ্যাপ।
এটির সাহায্যেও ফ্রি কল করার পাশাপাশি ম্যাসেজও চালাচালি করা যায়।

এক নজরে ফিচারগুলো
১. বিগোতে আইডি ওপেন করা হলে ফ্রি ক্রেডিট দেবে। যা দিয়ে ২৩০টি দেশের যে কোনো মোবাইল কিংবা ল্যান্ড ফোনে কল করা যাবে।
২. ক্রেডিট শেষ হলেও ইন্টারনেটের সাহায্যে বিগো বন্ধুদের সঙ্গে কথা বলা যাবে।
৩. অডিও ম্যাসেজ, ভিডিও, ভয়েস আনলিমিডেটভাবে পাঠানো যাবে অ্যাপটির সাহায্যে।
৪. আল্ট্রা এইচডি ক্লিয়ার ভয়েস সুবিধা রয়েছে এতে। ফলে সুস্পষ্টভাবে কথা শোনা যাবে।
৫. বন্ধুকে বিগোতে আইডি ওপেন করার আমন্ত্রণ জানিয়ে পাওয়া যাবে বিনামূল্যে ক্রেডিট।
১১ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটি বিনামূল্য এ ঠিকানা থেকো ডাউনলোড করা যাবে।
এ খবরের পর বিকল্পের সন্ধানে নেমেছেন ব্যবহারকারীরা। তারা খুঁজে নিয়েছেন ‘বিগো’ নামের একটি অ্যাপ।
এটির সাহায্যেও ফ্রি কল করার পাশাপাশি ম্যাসেজও চালাচালি করা যায়।

এক নজরে ফিচারগুলো
১. বিগোতে আইডি ওপেন করা হলে ফ্রি ক্রেডিট দেবে। যা দিয়ে ২৩০টি দেশের যে কোনো মোবাইল কিংবা ল্যান্ড ফোনে কল করা যাবে।
২. ক্রেডিট শেষ হলেও ইন্টারনেটের সাহায্যে বিগো বন্ধুদের সঙ্গে কথা বলা যাবে।
৩. অডিও ম্যাসেজ, ভিডিও, ভয়েস আনলিমিডেটভাবে পাঠানো যাবে অ্যাপটির সাহায্যে।
৪. আল্ট্রা এইচডি ক্লিয়ার ভয়েস সুবিধা রয়েছে এতে। ফলে সুস্পষ্টভাবে কথা শোনা যাবে।
৫. বন্ধুকে বিগোতে আইডি ওপেন করার আমন্ত্রণ জানিয়ে পাওয়া যাবে বিনামূল্যে ক্রেডিট।
১১ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটি বিনামূল্য এ ঠিকানা থেকো ডাউনলোড করা যাবে।
Please Comment our post & You register just you gmail ID.